বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে। দীর্ঘ ১৫ বছর দেশের সব নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছিল। গতকাল শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনই হয়নি। সব পাতানো, সাজানো। তারা দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শ্রমিক নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচন নষ্ট করেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিকনেতা হাবিবুর ইসলাম হেলাল, নাটোর চিনিকল শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ।