টেকনাফের নাফ নদে কোস্টগার্ড ও র্যাবের অভিযানে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আবদুর রহমান (৪৫) বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টায় শাহপরীর দ্বীপের দক্ষিণপূর্বে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার জন্য সংকেত দেয়। এ সময় তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড দলটি বোটটিকে ধাওয়া দিয়ে নাফ নদের মোহনা থেকে আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২ লাখ ইয়াবা জব্দ এবং সাতজনকে আটক করা হয়। পরে ইয়াবা ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।