ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির এই শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। সাবেক পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১) জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।