অমর একুশে বইমেলায় হঠাৎ বেড়ে গেছে বিক্রি। কর্মব্যস্ত দিনেও গতকাল বই কেনার দৃশ্য প্রকাশকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। প্রতিটি স্টলেই ছিল বিক্রয়কর্মীদের ব্যস্ততা। শুক্র ও শনিবার ছুটির দিনের পর রবি ও সোমবার লোকসমাগম ও বিক্রি আশাতীত কম থাকায় প্রকাশকদের মাঝে যে হতাশা দেখা দিয়েছিল তা কেটে গেছে। গতকাল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে উপন্যাস ও সায়েন্সফিকশন। পাশাপাশি চিরায়ত বইগুলোও পাঠকের নজর কেড়েছে। অমর একুশে বইমেলার ১৮তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৭৯টি। এ পর্যন্ত মেলায় মোট নতুন বই প্রকাশ হয়েছে ১ হাজার ৭২৩টি।
বইমেলায় ইতি প্রকাশনী এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সংকলন, ‘সবার আগে বাংলাদেশ’। ছাত্র-জনতার পাশাপাশি জুলাই বিপ্লবের অন্ধকারাচ্ছন্ন ভয়াল দিনগুলোয় ফ্যাসিস্ট হাসিনার তাণ্ডবের মূল লক্ষ্যবস্তু ছিল বিএনপি এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা। দেশ এবং জাতির প্রয়োজনে দল এবং ব্যক্তিস্বার্থ পেছনে ফেলে নেতৃত্বকে কতটা উচ্চতায় প্রতিষ্ঠা করা যায় তা দেখিয়েছেন তারেক রহমান। জুলাই-আগস্টে ছাত্রদের ওপর নৃশংস গুলিবর্ষণের প্রতিবাদ, হাসিনার পদত্যাগ দাবি এবং একটা রক্তক্ষয়ী সংগ্রাম বিজয়ের পথে নিয়ে আসার পরিষ্কার চিত্র এ সংকলনে বইটিতে তুলে ধরা হয়েছে। শাহরিয়ার হক মজুমদার শিমুল, ফয়সাল নূর, তালিমুল ইসলাম সায়েম, আহমেদ নবীন খান, মালিহা হোসেন, বি এম কাওসার, মোশাররফ অপূর্ব, সাঈদ মো. রেদোয়ান, শাহরিয়ার আলম ইসলাম, খালেদ সাইফুল্লাহ সাদীর সংকলনে বইটির সম্পাদনা করেছেন মাহমুদা হাবীবা। সার্বিক তত্ত্বাবধান তালিমুল ইসলাম সায়েম।
ইতোমধ্যে বইটি পাঠকের দ্বারা ব্যাপক সমাদৃত হয়েছে। প্রথম সংস্করণ শেষে আগামী দু-এক দিনের মধ্যেই বইটির দ্বিতীয় সংস্করণ মেলায় আসবে বলে জানিয়েছেন ইতি প্রকাশনীর স্বত্বাধিকারী জহির দীপ্তি। প্রকাশনা সংস্থা ঐতিহ্য এনেছে আনোয়ার হোসেইন মঞ্জুর ২৫টি অনুবাদের বই। বইগুলো পাঠকের দ্বারা ব্যাপক সমাদৃত হচ্ছে বলে জানিয়েছেন ঐতিহ্যের ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল।