দেশে গভীর সংকটে রয়েছে চারকোল শিল্প খাত। নিয়মনীতি না মেনে যত্রতত্র গড়ে উঠছে বিভিন্ন কারখানা। অন্যদিকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে এ সেক্টরের ফ্যাক্টরিগুলো বন্ধ করার চেষ্টা করছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান বক্তারা। চারকোল প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) নির্বাচন আগামী ৮ মার্চ। নির্বাচনে অংশ নিতে গঠিত ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ’ নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
এ সময় চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম, সভাপতি প্রার্থী আতিকুর রহমান, অ্যাসোসিয়েট সদস্য প্রার্থী সাহাদাত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্যে আতিকুর রহমান বলেন, এখন গভীর সংকটে রয়েছে এ চারকোল শিল্প খাত। একদিকে নিয়মনীতি না মেনে যত্রতত্র কারখানা গড়ে উঠছে আর অন্যদিকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে এ সেক্টরের ফ্যাক্টরিগুলো বন্ধ করার চেষ্টা করছে। চারকোল খাতকে রক্ষা করার স্বার্থে সময় এসেছে সবার একতাবদ্ধ হওয়ার, চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করার। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন একটি শিক্ষিত ও অভিজ্ঞ টিম যারা দক্ষতার সঙ্গে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করবে। তিনি বলেন, গত বছর বাংলাদেশ থেকে ৩৫০ কোটি টাকার চারকোল রপ্তানি হয়েছে। এ খাতে কর্মসংস্থান হয়েছে ২৫ হাজার মানুষের। এ খাতের একক সংগঠন বিসিসিএমইএর সদস্য ৪৩ জন। দেশে প্রায় ৪৫টি চারকোল কারখানা রয়েছে। বিনিয়োগ প্রায় শত কোটি টাকা।