চট্টগ্রামে সংগঠন গোছানোর কাজ শেষে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। একদা সাতকানিয়া-লোহাগাড়াকে জামায়াতের আঁতুড়ঘর বলা হলেও এখন এর পরিবর্তন হয়েছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রায় সব কটিতেই সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে দলটি। ইতোমধ্যে বেশ কয়েকটি আসনে তৈরি করেছে শক্তিশালী অবস্থানও। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দলটি। পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে ঘোষণা করা হয়েছে ১৬ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা। এসব প্রার্থীর বেশির ভাগই সমাজে ক্লিন ও পরিচ্ছন্ন হিসেবে পরিচিত। ফলে তাদের মাধ্যমে ভোটের মাঠে ভালো প্রভাব ফেলবে জামায়াত- এমন ধারণা সংশ্লিষ্টদের।
জানা যায়, চট্টগ্রামের ১৬টি আসনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী, হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী। ১৬ আসনের জন্য প্রার্থী দেওয়া প্রসঙ্গে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমরা সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছি। চট্টগ্রামের ১৬ আসনে কারা প্রার্থী হতে পারেন, তার প্রস্তুতিও চলছে। তবে কারা প্রার্থী হবেন তা আপাতত প্রকাশ করা যাবে না। কারণ ওই সময়ে আমরা হয়তো কোনো দলের সঙ্গে জোট করতে পারি, আবার এককভাবেও করতে পারি।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও দলের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা শাহজাহান বলেন, ‘চট্টগ্রামের সব আসনে প্রার্থী অনেকটা চূড়ান্ত। এর মধ্যে উত্তর জেলার প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাকিগুলোও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে।