দেশের সব আয়না ও গুম ঘর জাতির সামনে উন্মোচন করাসহ ছয় দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন করে ভয়েস ইন ফোর্সড ডিসাপিয়ার্ড পারসন (ভোয়েড) নামে একটি সংগঠন।
মানববন্ধনে বক্তৃতা দেন ভোয়েড সমন্বয়ক ইমরান হোসেন, আবদুল কাইয়ুম ও আলামিন। এ ছাড়া গুম হওয়া ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তৃতায় ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ, গুমের ঘটনার বিচার, মিথ্যা মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।
গুমের শিকার কাইয়ুম হাওলাদার অভিযোগ করেন, মামলার সাক্ষী না হওয়ায় তাকে চার মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছে যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।