শেখ হাসিনা সরকার পতনের পর প্রাণনাশের আশঙ্কায় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তবে তাদের কোথাও পার করে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকলে সে বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ৬২৬ জন কোথায়-এমন প্রশ্ন রেখে আলাল বলেন, কোনো কর্মকর্তা তাদের পার করার ব্যবস্থা করে থাকলে তা তদন্ত হওয়া উচিত।