চট্টগ্রামের রাউজান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৫) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত পেয়ার উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আধিপত্য ইস্যুতে দুই পক্ষের গোলাগুলিতে পেয়ার মোহাম্মদ গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।