বসুন্ধরা সিটি শপিং মল বাংলাদেশের একটি নিরাপদ ও অত্যাধুনিক ব্যবসার স্থান। এটি প্রতিষ্ঠা করেছেন এ দেশের শীর্ষ ব্যবসায়ী ও দূরদর্শী ব্যক্তিত্ব বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। গতকাল বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট-১এ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে কেক কেটে ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেন ব্যবসায়ীরা। এ সময় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন উপলক্ষে বসুন্ধরা সিটিতে আমরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা বসুন্ধরার চেয়ারম্যানের জন্য দোয়া করছি। আমাদের ব্যবসা করার জন্য সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। তাঁর মতো সৎ ও সাহসী শিল্পপতিকে আমরা আদর্শ মনে করি।’ বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, ‘আমরা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করি। তিনি যেন আরও অনেক দিন বেঁচে থাকেন এবং বসুন্ধরা সিটির মতো আরও প্রতিষ্ঠান করেন। তাঁর প্রতিষ্ঠানে আমরা নিরাপদে ও নির্বিঘেœ ব্যবসা করতে পারি।’
আসলাম বলেন, ‘সারা দেশের মানুষের প্রথম পছন্দ বসুন্ধরা সিটি। কারণ এখানকার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা। এ জন্য গ্রাহকের আস্থা বসুন্ধরার প্রতি বেশি থাকে। ভালো পণ্যটি আমরা গ্রাহকের কাছে তুলে দিই। বসুন্ধরা সিটিতে গ্রাহকরা যাতে না ঠকে ও প্রতারণার শিকার না হয়, বিষয়টা কঠোরভাবে মনিটর করা হয়। মোবাইল ফোনের দোকানগুলো আগে ছড়ানোছিটানো থাকলেও এখন সব একসঙ্গে আছে। গ্রাহক এখন সবকিছু এক জায়গাতেই পায়। দাম ও মান তুলনা করতে পারে। এ কারণেই মানুষ বসুন্ধরা সিটিতে বারবার আসে।’