খুলনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক এক উপপরিদর্শককে (এসআই) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মো. আলী আকবর শেখ। গতকাল খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় আলী আকবর শেখ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত থেকে তাকে কারাগারে নেওয়া হয়।
জানা যায়, পুলিশ কর্মকর্তা আলী আকবর শেখের বাড়ি খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায়। পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করেন আলী আকবর। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে এসআই হন। পুলিশে কর্তরত থাকা অবস্থায় তিনি সম্পদের পাহাড় গড়ে তোলেন। মামলার এজাহারে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।