গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, ছাত্র-জনতার জুলাইয়ের আন্দোলনে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেই বাংলাদেশে পলাতক আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিবিপ্লবে প্রথম শহীদ হলেন আবুল কাশেম। এ হত্যার বিচার না হলে চব্বিশের বিপ্লব ব্যর্থ হবে। কাশেমকে অন্যায়ের প্রতিবাদকারী হিসেবেও অভিহিত করেন তিনি। গতকাল গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্ধু আবুল কাশেমের জানাজাপূর্ব আলোচনায় এসব কথা বলেন তিনি। আলোচনায় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
আলোচনায় গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘মূল ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে।
গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা জনগণ, রাজনৈতিক শক্তি, ছাত্রসমাজ ও সাংবাদিকরা মিলে এ ষড়যন্ত্র প্রতিহত করব।’
আবুল কাশেমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আল রশিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
প্রসঙ্গত, গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে তার অনুসারীদের হামলায় আহত আবুল কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান।