অসচেতনতা, নিয়ন্ত্রণহীন পর্যটন, পরিবেশবান্ধব পদক্ষেপের অভাবসহ নানা কারণে সুন্দরবনে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবন উপকূলীয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর জেলা ও উপজেলা শহর এবং মোংলা বন্দর থেকে প্রতিদিন হাজার হাজার টন কঠিন ও তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। এসব বর্জ্য জোয়ার-ভাটার টানে সুন্দরবনে আটকা পড়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করছে।
এমন পরিস্থিতিতে আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ পালন করছে বিভিন্ন বেসরকারি পরিবেশ সংগঠন। আয়োজকদের দাবি, সরকারিভাবে দিবস উদযাপন করা হলে সুন্দরবনের প্রতি মানুষ সংবেদনশীল হবে। রক্ষা পাবে সুন্দরবন।
জানা যায়, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ-এর উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হয়।