রাজশাহীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জ্বালানি তেলের বরাদ্দ না আসায় বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স সেবা। কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বন্ধের নোটিস টানিয়ে দেওয়া হয়েছে। ফলে রোগীরা ভোগান্তিতে পড়েছেন। শহরের হাসপাতালে আসতে তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক আবদুস সালাম বলেন, ‘অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ না আসায় সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাম্পে তেলের বাকি আছে প্রায় ১০ লাখ টাকা। পাম্প কর্তৃপক্ষ আর বাকি দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’ তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. বারনাবাস হাসদাক বলেন, ‘তেলের বরাদ্দ না আসায় অ্যাম্বুলেন্স সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বরাদ্দ এলে আবারও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে।’
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা নিতে গিয়েছিলেন উজানখলসী গ্রামের তাহের আলী। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অ্যাম্বুলেন্সের তেল না থাকায় সেটি বন্ধ আছে। অনেক অনুরোধ করে তিনি নিজ খরচে তেল কিনে অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন। একই অবস্থা জেলার অন্য উপজেলাগুলোতে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন জানান, কিছু উপজেলায় সমস্যা হয়েছে। তেলের বরাদ্দ যাতে দ্রুত পাওয়া যায়, সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিগগিরই বিষয়টি সমাধান হয়ে যাবে।