দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুত ও আমদানিব্যবস্থা স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ‘সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল তা কেটে যাবে এবং দামও সহনশীল থাকবে। দেশে এ মুহূর্তে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে।’ গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধব্যবস্থা জোরদারকরণ’বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘খাদ্যসংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোনো অবস্থায়ই খাদ্যের চোরাচালান না হয়।’ এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি, জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।