রাজধানীর মুগদা মানিকনগরে চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে সোমবার দুপুরে প্রতিবেশীরা তাকে চুরির অভিযোগে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি। গতকাল মুগদা থানার এসআই কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে পুলিশ মুগদা হাসপাতাল থেকে আয়েশা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা আয়েশাকে চুরির অপবাদ দিয়ে মারধর করে।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
আয়েশার মেয়ে রুমী আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বুইড়ার চড় গ্রামে। তার বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তার মা আয়েশা বেগম মুগদা মান্ডা প্রথম গলি চাঁন মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে মানিকনগর প্রফেসর গলির এক বাসা থেকে ১ লাখ টাকা চুরি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ৯ ফেব্রুয়ারি ওই বাসায় যান। ওই বাসার কয়েকজন বাসিন্দা, যাদের মধ্যে ছিল লাকি, পপি, সাথী ও পাপিয়া নামে কয়েকজন তাকে সন্দেহ করে। তারা তাকেও বলেন- ‘তোমাকেও সন্দেহ হয় তোমাকেও আমরা চালপড়া খাওয়াব’। পরদিন ১০ ফেব্রুয়ারি দুপুরে আয়েশা বেগম ওই বাসায় গেলে, তারা তাকে পিটিয়ে আহত করে।
জানা গেছে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা অভিযুক্তদের বিচার দাবি করেছেন।