শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। গতকাল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকোর যত দেনা-পাওনা আছে, সেগুলো এই মাসে পরিশোধ করা হবে।
এসব অগ্রগতি জানার জন্যই মিটিংটা হয়েছে। এটার ভালো অগ্রগতি হয়েছে। এসব নিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি আমরা আবার বসব। তখন এটা চূড়ান্ত হবে। যার যে পাওনা রয়েছে, সেটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে।