জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে হত্যাকান্ডের মামলায় রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল নিজেদের অসন্তোষের কথা জানান। প্রসিকিউশনকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। কারও ধার ধারে না। আমরা কারও কথাও শুনব না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে জুলাই হত্যাকান্ডের তিন-চারটি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তার এমন বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ট্রাইব্যুনাল আইন উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন, ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। ট্রাইব্যুনাল আমাকে বলেছেন, যারা ট্রাইব্যুনাল সম্পর্কে এ ধরনের কথা বলছেন, তারা যেন ভবিষ্যতে আর না বলেন। যদি বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ (গতকাল) দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।