ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বিভাগটির সব কক্ষে তালা দেন শিক্ষার্থীরা।
এদিন দুপুর সাড়ে ১২টায় বিভাগের সামনে গেলে দেখা যায়- অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভাগটির শ্রেণি কক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিস কক্ষসহ সব কক্ষে তালা লাগানো। বিভিন্ন কক্ষের দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন শিক্ষার্থীরা।
পোস্টারে লেখা- “জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে তার স্বপদে পুনর্বহাল না করা অবধি ‘টোটাল শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে।” শিক্ষার্থীরা জানান, মীমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চালবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। পুনর্বহালের সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল না করা হলে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। ৯ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেও চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল চেয়ে লিখিত আবেদন জানান তারা। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাদের ভর্তির অভিযোগে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।