বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কেউ যুক্ত থাকলে নৈতিক দিক থেকে কারও নষ্ট হওয়ার সুযোগ নেই। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কনভেনশন হলে মেডিকেলে চান্স পাওয়া ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে অপপ্রচার চালানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মো. আবদুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা আমির হাফেজ আবদুুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল মজিদ প্রমুখ।