বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে আগের দিন হট্টগোল হওয়ার পর আতঙ্ক ও উদ্বেগে অমর একুশে বইমেলায় লোকসমাগম কমে যাবে- এমন আশঙ্কা করেছিলেন অনেক প্রকাশক। কিন্তু বইপ্রেমীরা গতকাল মেলাকে উৎসবে রাঙিয়ে প্রকাশকদের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। ছুটির দিন শুক্রবারের মতোই ভিড় ছিল গতকাল মেলাজুড়ে। তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থা সব্যসাচীর সঙ্গে অপ্রীতিকর ঘটনার কোনো লক্ষণই এদিনের মেলায় লক্ষ্য করা যায়নি। এদিন প্রায় প্রতিটি স্টল ও প্যাভিলিয়নের সামনেই পাঠকদের ভিড় লক্ষ্য করা গেছে। হিন্দু ধর্মাবলম্বীদের মাঘি পূর্ণিমার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় অভিভাবকদের সঙ্গে নিয়ে মেলায় আসেন শিক্ষার্থীরা। সব বয়সি ও সব ধরনের পাঠকসহ প্রায় সবার হাতেই বই শোভা পাচ্ছিল। সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তর থেকে বের হওয়ার পথে পাঠকদের হাতে হাতে ব্যাগভর্তি বইয়ের দৃশ্য একুশের শানিত চেতনায় ঋদ্ধ এবারের অমর একুশে বইমেলাকে সফলতার পথে একধাপ এগিয়ে রেখেছে। মুক্তদেশের বিক্রয়কর্মী ঐশ্বর্য বলেন, বিগত দুই দিনের চেয়ে আমাদের বিক্রি বেশি হয়েছে।
তদন্ত কমিটি গঠন : সোমবার সব্যসাচী স্টলে (১২৮ নম্বর) সংঘটিত অনভিপ্রেত ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠনের তথ্য জানায় মেলা পরিচালনা কমিটি।