ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ ছয়জনকে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আতিকুল ছাড়া আওয়ামী লীগের অন্য পাঁচ নেতা হলেন শাহিনুর মিয়া, মনোয়ার ইসলাম চৌধুরী, বশির উদ্দিন ও দেলোয়ার হোসেন।
জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে গ্রেপ্তার আছেন।
আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ী মেয়র আতিকুল ইসলাম ও অন্য পাঁচজনসহ এই ছয় নেতাকে হাজির করার আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। আদালতের নির্দেশের পর তিনি সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানের সময় ঢাকা উত্তরে প্রায় ২০০ লোক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল সাবেক মেয়র আতিকুল ইসলামের। আর অন্য পাঁচ আসামি সরাসরি নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে থেকে তা বাস্তবায়ন করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে পরোয়ানা : গণ অভ্যুত্থানের সময় উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন খুবই প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।