শিক্ষাসফরে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের স্বজনরা আছেন। জানা গেছে, গত রবিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকার থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে কয়েকটি স্কুল ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, তাদের পরিবারের স্বজনরা মিলে জেলার গোদাগাড়ীর সাফিনা পার্কে পিকনিকে যায়। সেখানে দুপুরে তারা পোলাও ভাত, মুরগির মাংস, ডাল খেয়েছে। পিকনিক থেকে ফিরে সোমবার ভোর থেকে অনেকের পেটের ব্যথা, ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে ৪৩ জন অসুস্থ হয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসাধীন আছেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা বলেন, ৪৩ জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৩ জন ছুটি নিয়ে গেছেন। এখনো ৩০ জন চিকিৎসাধীন আছেন। ভর্তির সময় তারা চিকিৎসককে জানান, তারা পিকনিকে খাবার খেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া হয়েছে। যারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তারা কেউ বমি করছেন, কারও পেটের ব্যথা, কারও ডায়রিয়ার সমস্যা আছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
মাঠপাড়া জান্নাতুন বাগিচা মাদরাসার শিক্ষার্থী আবদুস সলাম (১৩) বলেন, ‘পিকনিকের খাবার খেয়ে বাড়িতে আসার পরে পেটের ব্যথা শুরু হয়। কয়েকবার বমিও হয়েছে। পরে আব্বু-আম্মু হাসপাতালে ভর্তি করে।’
থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বলেন, অসুস্থ হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি আছে। আমরা খোঁজখবর রাখছি চিকিৎসার বিষয়ে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস জানান, ৪৩ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১৩ জন ছুটি নিয়ে গেছেন। তবে যারা এখনো চিকিৎসাধীন আছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনেছি তারা মোটামুটি ভালো আছেন।