জুলাই গণ অভ্যুত্থানে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থায়নে তারা ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে। গতকাল সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। আহতরা হলেন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ রায়হানুল। এর আগে গত রবিবার জুলাই আন্দোলনে আহত দীপঙ্কর বালাকে ব্যাংককে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে ব্যাংককে পাঠায় সরকার। সবমিলিয়ে এখন পর্যন্ত আন্দোলনে আহতদের মধ্যে ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।