পাবনার ঈশ্বরদী উপজেলায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টুসহ তিন বিএনপি নেতা কারাগার থেকে মুক্তি পেলেন। রবিবার দুপুরে পাবনা জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। ফুলের মালা নিয়ে জেল গেটে উপস্থিত হন ঈশ্বরদী ও পাবনার শত শত নেতা-কর্মী। তারা জেল থেকে বের হওয়ার পর ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের বরণের মাধ্যমে আনন্দ উৎসবে মেতে ওঠেন উপস্থিত নেতা-কর্মীরা।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু প্রমুখ।