বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও বরখাস্তের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। গতকাল ছয় আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান তুষার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, পরিচালক (প্রশাসন) ও প্রধান প্রকৌশলীকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবীরা হলেন ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার), ব্যারিস্টার মাহদী জামান (বনি), অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার, অ্যাডভোকেট মো. শাহেদ সিদ্দিকী ও অ্যাডভোকেট খায়রুল বাশার।
আইনজীবী সোলায়মান তুষার বলেন, ‘নোটিসে বলেছি বেবিচক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের নেতৃত্বে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিমানবন্দরগুলোতে শত শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের অনুসন্ধানে এ লুটপাটে প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। এর পরেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হাই কোর্টে রিট করা হয়েছে।’