এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি। রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়খ্যাত তুরাগ নদের তীরে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের দ্বিতীয় পর্ব। শুক্রবার শুরু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব-ইজতেমার উভয় পর্ব। দ্বিতীয় পর্বের আয়োজনকে কেন্দ্র করে সাদ অনুসারীরা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ সব কাজে ব্যস্ত সময় পার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেওয়া শর্ত প্রত্যাহার করে শর্তবিহীন ইজতেমা করার অনুমতি পেয়েছেন সাদ অনুসারীরা। গত রবিবার প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন। এর পর শুরু করেন ময়দান প্রস্তুতের কাজ। তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে রয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। মুসল্লিদের পারা পারে তুরাগ নদের ওপর সেনাবাহিনী কর্তৃক নির্মিত রয়েছে ভাসমান ব্রিজ।
এ বিষয়ে সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক সায়েম জানান, দ্রুত এগিয়ে চলছে দ্বিতীয় পর্বের সব আয়োজন। দেরিতে হলেও মাঠ প্রস্তুতির কাজ যথাসময়েই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তবে আগামী বছর সাদ অনুসারীদের ইজতেমা করা যাবে না, এমন শর্ত বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে শর্তবিহীন ইজতেমা করার অনুমতি দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও নিরাপত্তাব্যবস্থার কমতি থাকবে না। মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশা করি, এবারও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শেষ হবে দ্বিতীয় পর্ব।