সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফ আর নেই। গতকাল সকালে রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও গভীর শোক প্রকাশ করেছেন। সমবেদনা জানানো হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকেও। বিচারপতি আবদুর রউফের ছেলে মোহাম্মদ আরশাদুর রউফ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
আপিল বিভাগের সাবেক এ বিচারপতির মৃত্যুতে গতকাল আধা বেলা সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম বন্ধ ছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৬২ সালে তৎকালীন ঢাকা হাই কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮২ সালের ২৯ জানুয়ারি তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। হাই কোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন বিচারপতি আবদুর রউফ। তিনি ১৯৯৫ সালের জুন মাসে আপিল বিভাগের বিচারক নিযুক্ত হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসর নেন।