ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড পিএলসির সঙ্গে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত চুক্তি করল ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এর আওতায় সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন। গতকাল চুক্তিতে স্বাক্ষর করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন। এ উপলক্ষে গতকাল বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইয়াসিন হোসেন পাভেল, বাংলা নিউজ২৪-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, মো. হাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম শাওন, ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. মো. সিরাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাদের গণি চৌধুরী বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু বাস্তবতা হলো, চাকরির প্রতি আমরা সিরিয়াস হলেও নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন। তাই পেশার পাশাপাশি আমাদের স্বাস্থ্যসচেতন হওয়া জরুরি।
কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিক-কর্মচারীদের সুলভে চিকিৎসাসেবা দিতে তারা একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন। ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. মোজাফফর হাসান খান মজলিস বলেন, ২৭ বছর ধরে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করি সব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে। বিশেষ করে সাংবাদিক মহলে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বেশ কিছু কার্যক্রমণ গ্রহণ করেছি। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির সঙ্গে আমরা চুক্তি করতে পেরে আনন্দিত।