ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। সাধারণ মানুষের আরাম-আয়েশ হাসিনার সহ্য হয় না। এ জন্য বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। ১৬ ফেব্রুয়ারি ডেমরায় অনুষ্ঠেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার এক কর্মশালার প্রস্তুতি সভায় গতকাল তিনি এসব কথা বলেন।