পার্বত্যাঞ্চলে শিক্ষা ও সড়ক যোগাযোগব্যবস্থায় উন্নয়নের মাধ্যমে আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, রাঙামাটির নানিয়ারচরের সঙ্গে লংগদু উপজেলার সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ সংযোগ সড়ক তৈরি হলে রাঙামাটির নানিয়ারচর-লংগদু-বাঘাইছড়ি উপজেলাবাসীর ভোগান্তি কমবে। গতকাল সকালে রাঙামাটি রাঙাপানি এলাকায় ডিস্ট্রিক কাউন্সিল রেসিডেনসিয়াল কলেজ উদ্বোধনকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ প্রমুখ।