টানা দুই দিন ছুটির পর কর্মব্যস্ত দিনে লোকসমাগমে খানিকটা ভাটা পড়বে এটাই ছিল স্বাভাবিক। প্রকাশকরা আগে থেকেই বলেছিলেন শুক্র ও শনিবারের পর ভিড় কিছুটা কমবে। হয়েছেও তাই। গত দুই দিন ছুটির পর গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার অমর একুশে বইমেলার নবম দিনে দর্শনার্থীদের আগমনে ভাটা পড়েছে। এ বিষয়ে অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, শুক্র ও শনিবারের পর ক্রেতা এবং দর্শনার্থীর উপস্থিতি কম থাকবে এটাই স্বাভাবিক। তবে মেলায় দর্শনার্থী কম হলেও ক্রেতা কম নয়। জোনাকী, শিকড়, ইতি প্রকাশন, ঐতিহ্য, কথাপ্রকাশ, পাঞ্জেরী, বাংলা প্রকাশ, সময়, আগামী, ইত্যাদি, নালন্দা, মিজান পাবলিশার্স, আদর্শ, অন্যপ্রকাশ, অনন্যা ইত্যাদি প্রকাশনা সংস্থার বিক্রি আশাব্যঞ্জক হলেও গতকাল বেশির ভাগ প্রকাশনীর স্টলে বিক্রি ছিল একেবারেই কম। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণের জাসাস, জিয়া পরিষদ ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবিরের স্টলে বিক্রি ছিল চোখে পড়ার মতো। চন্দ্রছাপ প্রকাশনীর স্বত্বাধিকারী মোস্তফা কামাল বলেন, এবারের মেলা শুরু থেকেই ভালো যাচ্ছে। সবকিছু মিলিয়ে এবারের মেলা নিয়ে আমি আশাবাদী।
মূল মঞ্চ : বিকালে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশগ্রহণ করেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ এবং আফরোজা পারভীন। ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্য সংগঠন ‘বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা)-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মন্ডল, ফারহানা আক্তার শার্লি এবং শাহনাজ নাসরীন ইলা।
ইকবাল খন্দকারের নতুন উপন্যাস : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক ইকবাল খন্দকারের নতুন উপন্যাস ‘সুন্নত’। বইটির প্রকাশক দেশ পাবলিকেশন্স, প্রচ্ছদ করেছেন মিজান স্বপন। এর গল্পে দেখা যায়, অন্ধকার রাতে বাসভর্তি যাত্রীর ওপর হামলা করে একদল ডাকাত। দীর্ঘ সময় কেটে গেলেও ধরা পড়ে না কেউ। এরপর পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিতে চায়, তখন একদিন থানায় এসে হাজির হয় শিহাব।
আর শোনায় গা শিউরে ওঠা এক হুমকির কথা। বইটির মূল্য ৪০০ টাকা।