অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশাহারা। এ থেকে মুক্তি পেতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। গতকাল কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
সম্মেলনে বুলু আরও বলেন, ‘যারা একাত্তর অস্বীকার করে তাদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন স্বার্বভৌম দেশ পেয়েছি। যারা ধর্মের নামে রাজনীতি করতে চান, ধর্ম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতে চান, তাদের ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে।’
হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির সদস্যসচিব মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির আহ্বায়ক ছানাউল্লহ সরকার, সদস্যসচিব মো. নজরুল ইসলাম।