জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ফ্যাসিবাদ উচ্ছেদ ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে অংশীদারির ভিত্তিতে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা এবং শাসনপদ্ধতি প্রবর্তন করতে হবে। গতকাল জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন। সভায় জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সোহরাব হোসেন, দেওয়ান ইস্কান্দার রাজা চৌধুরী, আমিন উদ্দিন বিএসসি, আবদুল লতিফ খান, অ্যাডভোকেট মিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাঈনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আবদুর রব বলেন, গণ অভ্যুত্থান বা বিপ্লব কিংবা সংগ্রাম শুধু স্বতঃস্ফূর্ততায় সফল হয় না। বরং শেষ পর্যায়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। আন্দোলন-সংগ্রাম তখনই সাফল্য লাভ করে যখন তা লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে এবং সংগ্রামীতত্ত্ব সমৃদ্ধ নেতৃত্ব এবং নিষ্ঠ সংগঠন দ্বারা পরিচালিত হয়। ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে গণতান্ত্রিক-রাজনৈতিক সংগ্রাম বা লড়াইকে পরিচালিত করতে হবে গণমানুষের মতাদর্শে দীক্ষিত যৌথ নেতৃত্বে পরিচালিত সংগঠন দ্বারা। আর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর আমাদের করণীয় হচ্ছে- ফ্যাসিবাদ উচ্ছেদ ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে অংশীদারির ভিত্তিতে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা এবং শাসনপদ্ধতি প্রবর্তন করা।