জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। পাশাপাশি তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সাজা নিশ্চিত করতে। গতকাল বিএনপির সদস্যপদ নবায়ন ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, মজিবর রহমান রিপন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহরুখ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।