রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুস সামাদকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াপাড়ায় তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ তাঁর বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে তিনি ছাগলের ঘরে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, আবদুস সামাদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন। তাই তাঁকে আটক করা হয়েছে।