কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে দিল্লিতে পালিয়ে গেছেন। কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা এখনো রয়ে গেছে। ছাত্রদের অবিলম্বে রাজনৈতিক দল করা উচিত। সব ধরনের ফ্যাসিস্ট ব্যবস্থার বিপক্ষে তাদের অবস্থান নিতে হবে। গতকাল জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগরী দক্ষিণ থানা ইউনিটের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র বিপ্লবীদের অধিকার। ড. ইউনূসেরও অধিকার নেই এ অধিকার ছিনিয়ে নেওয়ার। এটি একটি আইনি দলিল। এর আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। ৫ আগস্ট আরও একটি ঘোষণাপত্র দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এ ঘোষণাপত্রে বলা উচিত ছিল, আমরা ছাত্ররা এ বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি, আজ থেকে জনগণের নামে আমরা ক্ষমতা গ্রহণ করলাম।
জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণ এবং দল এক কথা নয়। রাজনৈতিক দল নিয়ে তরুণরা যখন মাঠে নামবেন তখন তাদের মাথায় রাখতে হবে, জনগণের পক্ষে ক্ষমতা তৈরির জন্য রাজনীতিতে নামছেন। ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান আমরা পূর্ণ করতে পারি নাই সেই অভ্যুত্থান পূর্ণ করার সাংগঠনিক শক্তি অর্জনই হতে হবে রাজনৈতিক দল গঠনের মূল লক্ষ্য।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।