ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে অনেক রক্তের ওপর দিয়ে দেশে নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত হয়েছে। আমরা ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই। যাদের কথা, বক্তব্য ও কাজের কারণে এ ঐক্য বিনষ্ট হবে তাদের আগামী দিনে ছাত্রসমাজ জাতির কাঠগড়ায় দাঁড় করাবে। শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশ শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা মহানগরী ছাত্রশিবিরের আয়োজনে এ র্যালির আয়োজন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব থেকে পল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবির সংগীতের রচয়িতা ডা. মোহাম্মদ মোরশেদ আলী, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, বর্তমান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যরা বক্তব্য দেন। বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, শিবিরকে দমিয়ে দিতে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু শিবিরকে দমানো সম্ভব হয়নি। দেশের প্রতিটি সংকটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দিশা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।