স্বাস্থ্য খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবটি জমা দেয় দলটির একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
প্রতিনিধিদলের বাকিরা হলেন- দলটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির নার্সিংবিষয়ক সম্পাদক জাহানারা খাতুন।