রংপুরে এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে দিনের ঝলমলে রোদের সঙ্গে গরম অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর শীত থাকছে। সব মিলয়ে দেখা গেছে শীতের বিদায়ঘণ্টা বাজিয়ে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে। গতকাল রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের দিনের ব্যবধানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের ওপর।
আবহাওয়া অফিসের মতে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শীতের তীব্রতা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম ছিল। পুরো জানুয়ারিতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল এক দিন।