সিলেট থেকে নিখোঁজ এক কিশোরীকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক কিশোরকে। গত বুধবার ওই কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক কিশোর ইব্রাহিম আহমেদ (১৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে।
পুলিশ জানায়, ৩০ জানুয়ারি বিকালে সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়।
এ ঘটনায় ওই কিশোরীর মা মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করে। পরে থানা পুলিশ নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মামুদপুর গ্রামের অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও কিশোর ইব্রাহিমকে আটক করে।