চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারীদের সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক প্লেসে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করা জরুরি। আমাদের শহরগুলোতে নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের অভাব আছে, যা তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তির অন্যতম কারণ। পথচারী ও নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে চসিকের স্যানিটেশন ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ এবং যথা শিগগিরই করণীয় বিষয়ে মতবিনিময় সভা এবং ‘চলতি পথে টয়লেট হোক শান্তির জায়গা’ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে ওয়াটারএইডের প্রকল্প সমন্বয়ক কে এ আমিন পাবলিক টয়লেটের ওপর সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
চসিক মেয়র বলেন, নারীদের স্বাস্থ্য ও সম্মান রক্ষায় শহরের পার্ক, বাজার, বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণ করা অত্যন্ত জরুরি।