কাজে না আসায় বাংলাদেশের সীমান্ত এলাকার আটটি স্থলবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি গতকাল চট্টগ্রাম বন্দরের কার শেডসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর এক নম্বর জেটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এর আগে বন্দরের কার শেড পরিদর্শন করতে গেলে নৌ উপদেষ্টা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। বন্দরের স্থাপনা বেসরকারিকরণের প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীরা উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। এ সময় উপদেষ্টা বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন, দেশের ক্ষতি হবে- এমন কোনো কিছু তারা করবেন না। পরে বিক্ষোভকারীরা সরে যান। উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, আমি আটটি স্থলবন্দরকে শনাক্ত করেছি, যার একপাশে কোনো আমদানি নেই।
১০ বছর হয়ে গেছে, কিন্তু আমদানি নেই। আমরা রাজস্ব থেকে সেখানে খরচ করছি। এগুলো যাতে কিছু করা যায় বা বন্ধ করার কী প্রক্রিয়া হবে সেটা ফিরে গিয়ে শুরু করব, তবে কোন কোন বন্দর তার তালিকা জানাননি উপদেষ্টা।