সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদের আটক করেন। ওই দুই যাত্রী চার্জার ফ্যান ও লাইটের ভিতরে করে অভিনব কায়দায় স্বর্ণের চালানটি নিয়ে আসছিলেন। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আফতাবউদ্দিন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গতকাল সকাল সাড়ে ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে এমন তথ্য আগে থেকেই ছিল এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের কাছে। চোরাচালানের সঙ্গে জড়িতরা গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাদের চ্যালেঞ্জ করে লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তাদের সঙ্গে আনা চার্জার ফ্যান, লাইট ও থাই লকের ভিতর থেকে ১২০টি স্বর্ণের বার ও চারটি স্বর্ণখ জব্দ করা হয়।
সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার তাসনিমুর রহমান জানান, বিশেষ প্রলেপ দিয়ে স্বর্ণ আনায় স্ক্যানিং মেশিনে ধরা পড়েনি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে ১৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানান তিনি। ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বিমানবন্দরের সব সেক্টরের দায়িত্বপ্রাপ্তরা তৎপর থাকায় চালানটি নিয়ে চোরাকারবারিরা বের হতে পারেনি। অভিনব কৌশল অবলম্বন করেও তারা পার পায়নি।