চার দিনের ব্যবধানে সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা হয়েছে। এবার ভরি প্রতি দাম বেড়েছে ২ হাজার ৫৩ টাকা থেকে ২ হাজার ৯২৮ টাকা পর্যন্ত। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরিতে ২ হাজার ৯২৮ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। ২৭৯৯ টাকা বৃদ্ধিতে ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা। ২ হাজার ৪০৩ টাকা বেড়ে ১৮ ক্যারেটের ভরির হয়েছে ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা।
সনাতন পদ্ধতির ভরিতে ২ হাজার ৫৩ টাকা বৃদ্ধির পর দাম হয়েছে ৯৯ হাজার ৫২৯ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।