রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলায় ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উভয়পক্ষের শুনানি শেষে আসামি মো. মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজের পাঁচ দিন এবং জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক, কাওছার মিয়া ও শাহ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ ছাড়া গ্রেপ্তার অপর আসামি সোহান মিয়া বয়সে শিশু হওয়ায় তাকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিন আসামিদের আদালতে তোলার সময় নিহত মিনহাজের সহপাঠীরা আসামি কিং মাহফুজসহ সাত আসামির দিকে তেড়ে যায় এবং জুতাপেটা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিদের আদালতে তোলে। এর পর শুরু হয় রিমান্ড শুনানি। এর আগে ৩১ জানুয়ারি পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত মিনহাজের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে কিং মাহফুজসহ নযজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।