ভয়াবহ মাদক স্কোপোলামিন; অপরাধ জগতে যেটির নাম ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। ঢাকার আশুলিয়ায় ভয়াবহ এ মাদক এক পথচারীকে নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’ করে ১ লাখ টাকা ও সর্বস্ব লুটে নিয়েছে একটি চক্র। এই চক্রের খপ্পরে পড়ে স্বেচ্ছায় নিজের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা-পয়সা তুলে দেন ওই পথচারী। জানা গেছে, গত ২৯ জানুয়ারি বিকালে আশুলিয়ার নাইটিংগেল এলাকায় নারী ও শিশু হাসপাতালের কাছে এই চক্রের খপ্পরে পড়ে সোনার আংটি, হাতঘড়ি ও ১ লাখ টাকা খোয়ান রাজধানীর মিরপুরে বাসকারী ব্যবসায়ী আ ন ম মাহবুবুজ্জামান। এ ঘটনায় তিনি ১ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মাহবুবুজ্জামান বলেন, ২৯ জানুয়ারি দুপুর ২টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাস্পাতালের পাশে চায়ের দোকান থেকে চা খেয়ে প্রধান রাস্তার দিকে আসছিলাম। এ সময় এক ব্যক্তি সময় কত জানতে চান এবং আমার গা ঘেঁষে সামনে আসেন। দ্রুতই আরও একজন আমার সামনে আসেন এবং কিছু একটা সামনে ধরেন। এর পর আমার সেন্স কাজ করছিল না। আমি বোবা হয়ে গিয়েছিলাম। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম, কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না। কারও যে সহযোগিতা নেব, এমন কোনো বোধশক্তি আমার কাজ করছিল না। তখন দুই ব্যক্তি আমাকে নিয়ে একটি অটোরিকশায় তুলে অনেক ভিতরের দিকে নিয়ে যায়। আমি আমার মোবাইলের গুগল লোকেশান থেকে জানতে পারি জায়গাটির নাম ইটখোলা। সেখানে আরও ১০ জন ছিল। আমাকে তারা মারপিট করে। আমার মোবাইল ফোনের পাসওয়ার্ড নিয়ে আমার স্ত্রীকে ফোন করে টাকা পাঠাতে বলে, নইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় আমাকে মেরে আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে দুটি নম্বরে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। আরও একটি নম্বরে আমার স্ত্রীকে টাকা পাঠাতে বলে। পরে সেই নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। এর পর সন্ধ্যার দিকে নিকটবর্তী ঢাকাগামী বাসের কাছে নামিয়ে দেয় চক্রটি। পাশাপাশি আমার মোবাইল থেকে আমার ব্যক্তিগত অনেক তথ্য নিয়েছে চক্রটি।