বরিশাল নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্টকার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বরিশাল নগরীতে ৯০ হাজার কার্ডের মধ্যে ৫৮ হাজার বাতিল করা হয়েছে। এ নিয়ে নগরী ৩০ ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, টিসিবির ফ্যামিলি স্মার্টকার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি করে তালিকা করা হয়েছে।
সেই তালিকা বাতিল করে অবিলম্বে প্রকৃত অসহায় পরিবারের সদস্যদের নাম টিসিবি ফ্যামিলি কার্ড তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশন প্রশাসক মো. রায়হান কাওসার জানান, বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজার কার্ডের মধ্যে মাত্র ৩১ হাজার টিসিবি কার্ড আমরা পেয়েছি। আরও প্রায় ৫ হাজার কার্ড আসার অপেক্ষায় রয়েছে। যাদের বাতিল হয়েছে তাদের যৌক্তিক কারণ থাকলে সেগুলো খতিয়ে দেখা হবে।