সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত বান্দরবানের লামা উপজেলার সাত শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সশস্ত্র সন্ত্রাসীরা টিকতে না পেরে লুলাইং এলাকার দুর্গম পাহাড়ে অপহৃত সাত শ্রমিককে ছেড়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহৃতরা সবাই সুস্থ আছেন। স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অপহৃত সাতজনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন- মো. আলমগীর (৩৫), মো. নুরু (৫০), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) এবং ট্রাকচালক মো. জামাল (৩২)।
২ ফেব্রুয়ারি ভোরে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকার একটি খামারবাড়ি থেকে ওই শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।