শরীয়তপুরের জাজিরায় ব্যক্তিমালিকানাধীন একটি কাঁচাবাজার দখলে নিয়ে দুই শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তবে বিএনপি নেতার দাবি, ৪০ বছর আগ থেকে এই জায়গা তিনি ভোগদখলে ছিলেন। দুই বছর আগে ক্ষমতার বলে তাঁর বিপক্ষের লোকজন কাঁচাবাজারের জায়গা দখল করে নিয়েছে। এ বিষয়ে জাজিরা থানায় অভিযোগ করেছে একটি পক্ষ। এদিকে অভিযোগ তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম। থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর আনন্দ বাজারের একপাশে ১০-১২ বছর আগে নিজেদের ভিটিতে একটি আধা পাকা কাঁচাবাজার গড়ে তোলেন ওই এলাকার ব্যবসায়ী মজিবর বানিয়া। বাজারটিতে প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। প্রতি হাটে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে খাজনা তুলতেন দোকানমালিক মজিবর। কিছুদিন আগে এক বিএনপি নেতার দায়ের করা মামলায় জেলে যান মজিবর বানিয়া। এ সুযোগে বিকেনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক মাদবর দলবল নিয়ে কাঁচাবাজারটি দখল করেন বলে অভিযোগ ওঠে। এক সপ্তাহ ধরে বাজারটি অবৈধভাবে দখলে নিয়ে দুই শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা তুলছেন রাজ্জাক মাদবর ও তাঁর লোকজন।
এ ঘটনায় মজিবর বানিয়ার ছেলে সামিউল ইসলাম বানিয়া জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আবদুর রাজ্জাক মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাঁচাবাজারের এই জায়গা আমাদের। দেড়-দুই বছর আগে মজিবর বানিয়া গং জোর করে আমাদের ১৬ বিঘা জমি দখল করে নেয়। এত দিন আমরা এলাকায় থাকতে পারি নাই। ৫ আগস্টের পরে আমরা এলাকায় আসি এবং আমাদের কিছু জায়গা দখল করি। বাকি জায়গা এখনো আমরা দখল করতে পারি নাই। আমাদের দলিলপত্র সবই আছে।’
জাজিরা থানার ওসি আবদুস সালাম বলেন, ‘বিকেনগর আনন্দ বাজারে কাঁচাবাজার দখলের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’